
কালিয়াকৈরে বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন।
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মদের
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল উদ্দিন শিকদার,সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
এএফএম নাসিম, ভাইস চেয়ারম্যান মো: সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা
জায়েদা নাসরিন,বীর মুক্তিযোদ্ধা ডা: সাহাব উদ্দিন আহসান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,উপজেলা সমাজ সেবা অফিসার মো: মিজানুর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুস সাত্তার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন প্রমূখ।