
শ্রীপুরে বরামা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাগর আহামেদ মিলন :
উৎসব মুখর পরিবেশে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে বরামা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান,বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরামা মরহুম লাইব উদ্দিন বাড়ি মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ই মার্চ ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বরমী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক,মোঃ শরীফ হায়দার মৃধা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে দৌড়, বিস্কুট দৌড়, হাড়ি ভাঙ্গা, অংক দৌড়, যেমন খুশি তেমন সাজ সহ বিভিন্ন ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক,মোঃ আব্দুর রহিম শেখের সভাপতিত্বে ও বরমী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,মোঃ কবির শেখের সঞ্চালনায়, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা পরিষদ সাবেক সদস্য মোঃ আনোয়ার হোসেন সরকার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান ওমেদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরমী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি,মোঃ মোরাদ হোসেন,শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের সাবেক সদস্য মোঃ কবির হোসেন প্রধান,বরমী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম,বরমী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরামা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শরিফ আল মামুন, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ মিলন।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে আগত বক্তরা বলেন,ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড় অংশ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে। নিজের মেধাকে বিকশিত করতে হলে স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ারও আহ্বান জানান। আরোও বলেন, শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে তাহলেই ভাল ফলের পাশাপাশি জ্ঞানার্জন সম্ভব হবে। প্রতিমাসে ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করেন।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের উপদেষ্টা মোঃ আবুল হাসেম কাজল,অত্র বিদ্যালয়ের উপদেষ্টা সিরাজ উদ্দিন ফকির,অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম মানিক,মোঃ রতন মিয়া, মোঃ সোরহাব উদ্দিন,অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সাদেক,মোছাঃ সাবিনা ইয়াসমিন, মোছাঃ লুৎফুন্নাাহার লিপি,মোছাঃ রেহেনা খাতুন,মোছাঃ মাহমুদা খাতুন, বোরহান উদ্দিনসহ স্থানীয় জন প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী অভিভাবক ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ক্রীড়ানুষ্ঠানের সমাপ্তি ঘটে।