শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন [gtranslate]
Headline
স্মৃতিগুলো তাজা হলো ৯৯ ব্যাচের পুনর্মিলনীতে শ্রীপুরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপি নেতা নছ মিয়া শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গর্জে উঠল গাজীপুর মানববন্ধনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাংবাদিকদের শিক্ষার বাতিঘর ইকবাল সিদ্দিকীর ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন দেয়ালপত্রিকা ‘জ্ঞানধ্রুবতারা’ উন্মোচন, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক হুমায়ুন কবিরকে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ। উপজেলা বিএনপির নয়া আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ইউনিয়ন নেতাকর্মীদের আনন্দ মিছিল  মাদক, চাঁদাবাজি, জমি দখল—সবখানে রিয়ালের হাত, আইনের আওতায় আনতে চায় পুলিশ গাজীপুরে ৮ উপজেলাতে বিএনপি কমিটি ঘোষনা করা হয়। গাজীপুর জেলা মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
Headline
  • সংবাদকর্মী নিয়োগ চলছে প্রকাশনায় ৩৪ বছর ।📰বহুল প্রচলিত অনলাইন এবং পিন্ট পত্রিকা  সাপ্তাহিক সামাল  এর বিভাগ, উপজেলা পর্যায় সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন: ০১৭১১৮৭৮৫১৮
ঝিনাইগাতীতে পলি নেট হাউজ গড়ে তোলে কৃষক ফজলুল হকের ব্যাপক সফলতা
/ ৭৬১ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ন

ঝিনাইগাতীতে পলি নেট হাউজ গড়ে তোলে কৃষক ফজলুল হকের ব্যাপক সফলতা

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি। শেরপুরের ঝিনাইগাতীতে পলি নেট হাউজ গড়ে তোলে ব্যাপক সফলতা অর্জন করেছে কৃষক ফজলুল হক।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায়-২০২২ সালে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামে কৃষক মো: ফজলুল হকের নিজস্ব ১০ শতাংশ জমির ওপর গড়ে তোলা হয় পলি নেট হাউস আর এটি বাস্তবায়ন করে ঝিনাইগাতী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।১৯ ফেব্রুয়ারী সোমবার সরজমিনে গেলে স্থানীয় কৃষক মো: মতিউর রহমান (৩৮) আব্দুল কাদের (৩৫), শামীম মিয়া (৩৮),দেলোয়ার হোসেন (৩৮),লিটন মিয়া (৩৮),সাব্বির আহমেদ (৩০), ও শামীম মিয়া (৫০) জানান,সার ও বিষ মুক্ত চারা নিজস্ব কোকোপিট দ্বারা উৎপাদন করায় সবার কাছে এর চাহিদা বাড়ছে বহুগুণ।প্রতিদিন তার পলি নেট হাউজ থেকে উন্নত জাতের দেশী ও হাইব্রিড এসব চারা বিক্রি করা হচ্ছে অনেক জায়গায়।
কৃষক মো: ফজলুল হক জানান,এই পলি নেট হাউজে শীত ও গ্রীষ্মকালীন সহ সব ধরনের সবজি,ফুল ও ফলের চারা,উৎপাদন করে বিক্রির উপযোগী করে তোলা হয়।পলি নেট হাউজে রয়েছে উন্নত জাতের পার্পল কিং বেগুন,ময়ুর পংখী বেগুন,প্রীতম বেগুন ছাড়াও অন্যান্য বেগুন চারা,এছাড়াও আকাশি মরিচ,বিজলী প্লাস,১৭শ এক,অগ্নি বীণা,কালা মরিচ,হাইব্রিড জাতের বাবু পেঁপে,টপলেডি পেঁপে ,গ্রীন লেডি পেঁপে,বিক্রম ও দেশী পেঁপে। আরও রয়েছে,মিষ্টি কুমড়া,চাল কুমড়া,শসা,করলা,চিচিঙ্গা,বারোমাসি সজিনা,তরমুজ,বিউটিফুল- ২ ও ব্লাক বিউটি টমেটো।থাই পেয়ারা,এলোভ্যাড়া,সূর্য মুখি ফুল,ইনকাগাদা ফুল,চায়না গাদা,কেলোন্ডোলা,স্টার,ডেন্টাজ, জারভেড়া,ডালিয়া,চন্দ্রমল্লিকা, লিংকন গোলাপ,দেশী গোলাপ ও মিনি টগর সহ প্রভৃতি।ফলের মধ্য মিয়াজাকি,আমেরিকান কিং,কাটিমন বারোমাসি,বারী ফোর,হিম সাগর,গৌর মতি সহ ১১ প্রকার উন্নত জাতের আম,ভিয়েতনাম ও বারী-১ জাতের মাল্টা।রঙিন জাম্বুরা,বল সুন্দরী বরই,জলপাই,কাঠাল,লিচু,পেয়ারা,বারী-১ জাতের লটকন,সিডলেস লেবু,স্টোবেরী,মুরু ভুমির ফল সাম্মাম,তীন ফল,জায়তুন ফল,ডোরিয়ান,রামভুটান,এবোকাঠ,সুপারী,নারকেল সহ সকল ধরনের ফলের চারা পাওয়া যাচ্ছে এখানে।
পলি নেট হাউজ সম্পন্ন প্লাস্টিকের ছাউনি থাকায় বৃষ্টি বা কুয়াশা সরাসরি ঢুকতে পারে না। ফলে সঠিক সময়ে চারাগুলো উৎপাদিত হচ্ছে। তাঁপ নিয়ন্ত্রণ আর পানির অপচয় ঠেঁকাতে এর ভিতরে চার পাশে স্থাপন করা হয়েছে পানির ফকার।পলি নেট হাউজের পাশাপাশি,
২০২৩ সালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) সহযোগিতা ও পিদিম ফাউন্ডেশন বাস্তবায়নের উচ্চ মূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ ও বাজার জাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্প এর আওতায় তিনি গড়ে তোলেন ভার্মি কম্পোস্ট উৎপাদন কেন্দ্র।প্রত্যেক মাস এ ভার্মি কম্পোস্ট থেকে ৩০-৪০ মণ সার উৎপাদন করা হয়। যা বাজার মূল্য ১৮ থেকে ২৪ হাজার টাকা বিক্রি করা সম্ভব। তবে নিজের কৃষিকাজে ব্যবহার করেও মাসে ১০-১৫ হাজার টাকার ভার্মি কম্পোস্ট বিক্রি করা হয়। শীতকালীন নভেম্বর,ডিসেম্বর ও জানুয়ারী গত এই ৩ মাসে,পলি নেট হাউজ,নার্সারি ও ভার্মি কম্পোস্ট থেকে প্রায় ৪ লাখ টাকার ফুল,ফল ও সবজি চারা বিক্রি হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন দিলদার জানান,পলিনেট হাউজ আধুনিক ও নির্ভরযোগ্য কৃষি প্রযুক্তি।উন্নতমানের পলিথিন দ্বারা আবৃত চাষযোগ্য কৃষি ঘর। সূর্যের ক্ষতিকর রশ্মি নিয়ন্ত্রণ,অত্যাধুনিক সেচ ব্যবস্থাপনা,ক্ষতিকর পোকার প্রবেশ রুখে দিয়ে নিরাপদ ফসল উৎপাদনের এক আধুনিক কৃষি প্রযুক্তি।এ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আর্দ্রতা এবং তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে বছরব্যাপী উচ্চমূল্যের ফসল ফলানো যায়।এ প্রযুক্তিতে উৎপাদিত ফসল প্রাকৃতিক দুর্যোগেও নিরাপদ ও অক্ষত রাখা যায়।পলিনেট হাউজে আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা থাকায় ফল-ফসল ও সবজি চারা আগাম উৎপাদন করা সম্ভব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page